kalerkantho

পতাকা উত্তোলন

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

১১ মার্চ, ২০১৭ ০০:০০১৯৭১ সালের ১০ মার্চ ফরিদপুরে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করা হয়েছিল। এ উপলক্ষে জেলায় গতকাল শুক্রবার মুক্তিযোদ্ধাদের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে জেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ লিবারেশন ফোর্স (বিএলএফ) বৃহত্তর ফরিদপুরের কমান্ডার শাহ মো. আবু জাফর। এ সময় জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে জেলা পরিষদের সভাকক্ষে মুক্তিযোদ্ধা নাজমুল হাসান নসরুর সভাপতিত্বে আলোচনাসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার মু. আবুল ফয়েজ শাহনেওয়াজ প্রমুখ।মন্তব্য