kalerkantho

১ম ► ক লা ম

স্মরণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি   

১০ মার্চ, ২০১৭ ০০:০০নাগিনা জোহা—প্রয়াত এই নারী একাধারে ভাষাসৈনিক, কবি, কণ্ঠশিল্পী ও সংগঠক ছিলেন। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও মুক্তিযুদ্ধের সংগঠক প্রয়াত এমপি এ কে এম শামসুজ্জোহার স্ত্রী ছিলেন তিনি। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তাঁকে স্মরণ করে শ্রদ্ধা জানিয়েছে মহিলা সংস্থার নারায়ণগঞ্জ শাখা। এ উপলক্ষে গত বুধবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহিলা সংস্থার নারায়ণগঞ্জ শাখার চেয়ারম্যান ও প্রয়াত

নাগিনা জোহার পুত্রবধূ সালমা ওসমান লিপি (শামীম ওসমান এমপির স্ত্রী)। এ সময় বক্তব্য দেন এমপি হোসনে আরা বাবলী, জেলা প্রশাসকের স্ত্রী নাজমুন্নাহার, নাগিনা জোহার আরো দুই পুত্রবধূ পারভীন ওসমান (প্রয়াত নাসিম ওসমান এমপির স্ত্রী) ও নাসরিন ওসমান (এ কে এম সেলিম ওসমান এমপির স্ত্রী) এবং দুই মেয়ে নিগার সুলতানা ও নার্গিস সুলতানা, মুক্তিযোদ্ধা

ফরিদা ইয়াসমীন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শিরিন বেগম, সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মধুমিতা চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা উপস্থিত ছিলেন।মন্তব্য