kalerkantho


ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি   

১০ মার্চ, ২০১৭ ০০:০০সুপ্রিম কোর্টের সামনে থেকে ‘গ্রিক দেবীর মূর্তি’ অপসারণের দাবি জানিয়েছে হেফাজতে ইসলামের ব্রাহ্মণবাড়িয়া শাখার নেতাকর্মীরা। অন্যথায় ‘মূর্তি’টি সরাতে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তারা। দাবি আদায়ে নেতাকর্মীরা গতকাল বৃহস্পতিবার সকালে লোকনাথ রায় চৌধুরী ময়দান থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি কাউতলী বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। সেখানে হেফাজতে ইসলামের জেলা শাখার সভাপতি মনিরুজ্জামান সিরাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাজিদুর রহমান, নোমান হাবিবী, মুফতি মোবারক উল্লাহ, মুফতি এনামুল হক প্রমুখ। সমাবেশের কারণে শহরজুড়ে যানজটের সৃষ্টি হয়। কুমিল্লা-সিলেট মহাসড়কে বেশ কিছু সময়ের জন্য বন্ধ থাকে যান চলাচল।মন্তব্য