kalerkantho


ত্রিশাল ও করিমগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

কিশোরগঞ্জ ও ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি   

৯ মার্চ, ২০১৭ ০০:০০ময়মনসিংহের ত্রিশাল ও কিশোরগঞ্জের করিমগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৬টার দিকে ত্রিশালে মহেন্দ্র-পিকআপ মুখোমুখি সংঘর্ষে আবদুল কাদির (৪০) নামের এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় আরো ছয়জন আহত হয়েছে। তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল দুপুরে কিশোরগঞ্জের করিমগঞ্জে ট্রাকের চাপায় ফয়সাল (৮) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। জাফরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল সাধেরজঙ্গল গ্রামের রফিক মিয়ার ছেলে। সে স্থানীয় মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

ত্রিশাল থানার ওসি মনিরুজ্জামান জানান, ত্রিশাল উপজেলার বইলর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ময়মনসিংহগামী মহেন্দ্র ও ঢাকাগামী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। নিহত আবদুল কাদিরের বাড়ি ময়মনসিংহের সদর উপজেলার ভাবখালি সিডস্টোর গ্রামে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।মন্তব্য