kalerkantho


সোমেন চন্দের মৃত্যুবার্ষিকী

নরসিংদীর পলাশে প্রতিবাদী সভা গণসংগীত

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী   

৯ মার্চ, ২০১৭ ০০:০০নরসিংদীর পলাশে প্রগতিশীল লেখক সোমেন চন্দের ৭৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিবাদী সভা ও গণসংগীত অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে বাংলাদেশ প্রগতি লেখক সংঘ জেলা শাখার উদ্যোগে উপজেলার চরসিন্দুর সোমেন চন্দ পাঠাগারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক সাখাওয়াত টিপু।

সভায় বক্তারা বলেন, সোমেনের মতো প্রতিভাবান কথাসাহিত্যিক বাংলা সাহিত্যে ও বাংলা সাহিত্যের ইতিহাসে আজও অবহেলিত। তিনি গণমানুষের মুক্তির লক্ষ্যে রাজনীতি করেছেন। বক্তারা বালিয়া গ্রামে সোমেন চন্দের পৈতৃক ভিটায় একটি জাদুঘর ও স্মৃতিফলক নির্মিত এবং গ্রামের সড়কটি সোমেন চন্দের নামে নামকরণের দাবি জানান। সংগঠনের জেলা শাখার সভাপতি শহিদুল হক সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গণ সংস্কৃতি কেন্দ্রের সভাপতি জাকির হোসেন, মোহাম্মদ শাহীনুর মিয়া প্রমুখ।মন্তব্য