kalerkantho

কারাদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি   

৮ মার্চ, ২০১৭ ০০:০০নারায়ণগঞ্জে জাল দলিল ও জাল স্ট্যাম্প বানানোর অভিযোগে একজনকে দুই মাসের কারাদণ্ড ও আট হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই আদালত আলাদা অভিযোগে চার দোকানকে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল জাকির ও হোসাইন মো. আল জোনায়েদ যৌথভাবে এ দণ্ড দেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শহরের খানপুরে ৩০০ শয্যার হাসপাতালের সামনে ‘হাজী খলিল ফটোস্ট্যাস্ট’ দোকানে বসে জাল দলিল ও জাল স্ট্যাম্প বানাতেন কর্মচারী আব্দুর রহমান। এ ছাড়া হাসপাতালের বিপরীতে এসিল্যান্ড অফিসে মিউটেশন ও পর্চা করিয়ে দেওয়ার কথা বলেও তিনি কন্ট্রাক্ট (চুক্তি) নিতেন। গতকাল দুপুরে ঘটনাস্থলে যৌথভাবে অভিযান চালিয়ে আব্দুর রহমানকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও আট হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া পাশের ‘হাসান ফটোস্ট্যাট’কে দুই হাজার, ‘ন্যাশনাল ফার্মেসি’কে তিন হাজার ও ‘শরীফ সার্জিক্যাল’কে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।মন্তব্য