kalerkantho


ওয়াসার পানি সরবরাহের দাবি

সিদ্ধিরগঞ্জে সড়ক অবরোধ, বিক্ষোভ

নারায়ণগঞ্জ প্রতিনিধি   

৮ মার্চ, ২০১৭ ০০:০০সিদ্ধিরগঞ্জে সড়ক অবরোধ, বিক্ষোভ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলে ওয়াসার পানি সরবরাহের দাবিতে গতকাল সড়ক অবরোধ করে এলাকাবাসী। ছবি : কালের কণ্ঠ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলে ওয়াসার পানি সরবরাহের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। গতকাল মঙ্গলবার দুপুরে তারা নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কের চৌধুরীবাড়ী এলাকায় প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের গোদনাইলের সৈয়দপাড়া, রসুলবাগ, তাঁতখানা, এনায়েতনগরসহ আশপাশের এলাকায় বেশ কয়েক দিন ধরে ওয়াসা সময়মতো পানি সরবরাহ করছে না। এ ছাড়া দুর্গন্ধ ও ময়লাযুক্ত পানি সরবরাহ করছে। এলাকাবাসী তীব্র পানি সংকটে ভুগছে।

সৈয়দপাড়ার বাসিন্দা আসমা ও খাদিজা জানান, দীর্ঘদিন ধরে এ এলাকায় ওয়াসা দুর্গন্ধযুক্ত ময়লা পানি সরবরাহ করে আসছে। এ পানি দিয়ে গৃহস্থালি কোনো কাজ করা সম্ভব হয় না। ময়লা পানি বন্ধ এবং বিশুদ্ধ পানি সরবরাহের দাবিতে ওয়াসাকে অনেকবার জানানো হলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি।

গোদনাইলের গৃহিণী সাবিনা বেগম ও তৃপ্তি রানি জানান, গত তিন মাস ধরে ওয়াসার ময়লা দুর্গন্ধযুক্ত পানি খেয়ে ডায়রিয়াসহ নানা পানিবাহিত রোগ হচ্ছে। জাবেদ আলী ও সামসুদ্দিন বলেন, ‘তিন দিন ধরে ওয়াসা থেকে কোনো ধরনের পানি সরবরাহ করা হচ্ছে না। পানি না পাওয়ায় গোসল, বাসায় রান্নাবান্না, পয়োনিষ্কাশন, এমনকি নামাজের জন্য ওজু পর্যন্ত করতে পারছি না। পানির অভাবে এলাকার মানুষ মানবেতর জীবন যাপন করছে।’ পানি সরবাহের দাবিতে গতকাল সকাল ১০টায় দুই শতাধিক নারী-পুরুষ খালি বালতি, কলস ও পাতিল নিয়ে রাস্তায় নেমে আসে। তারা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কের চোধুরীবাড়ী এলাকা অবরোধ করে। এ সময় তারা বিক্ষোভ প্রদর্শন করে। অবরোধের কারণে এ সড়কের উভয় দিকে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও নাসিকের স্থানীয় কাউন্সিলররা ঘটনাস্থলে গিয়ে ওয়াসার সঙ্গে কথা বলে সমাধানের আশ্বাস দেন। পরে অবরোধ তুলে নেয় এলাকাবাসী।

এ ব্যাপারে নাসিক ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা বলেন, ‘কয়েক দিন ধরে পানি পাচ্ছে না কয়েকটি মহল্লাবাসী। কর্তৃপক্ষকে অবগত করার পরেও ওয়াসা পানির ব্যবস্থা করেনি। তাই জনগণ বাধ্য হয়ে পানির দাবিতে ওয়াসার বিরুদ্ধে রাস্তায় নেমেছে।’

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক বলেন, ‘সৈয়দপাড়া, রসুলবাগ, তাঁতখানা, এনায়েতনগরসহ বেশ কয়েকটি এলাকায় কয়েক দিন ধরে ওয়াসা পানি সরবরাহ করছে না। এর প্রতিবাদে ১৫০ থেকে ২০০ নারী-পুরুষ চৌধুরীবাড়ী এলাকায় এসে সড়ক অবরোধ করে। পরে পুলিশ ও স্থানীয় কাউন্সিলর ওয়াসা কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে পানি সরবরাহের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।’মন্তব্য