kalerkantho


সুন্দরবনে আটক বনদস্যু বাহিনীর প্রধান মাহাবুব

বাগেরহাট প্রতিনিধি   

৮ মার্চ, ২০১৭ ০০:০০সুন্দরবনের বনদস্যু বাহিনীর প্রধান মাহাবুব শেখকে (২৫) আটক করেছেন যৌথ বাহিনীর সদস্যরা। কোস্ট গার্ড এবং পুলিশ সদস্যরা মঙ্গলবার সকালে সুন্দরবন পশ্চিম বিভাগের জোড়শিং এলাকা থেকে তাকে আটক করে। এ সময় একটি আগ্নেয়াস্ত্র এবং ২৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অভিযানের সময় ওই দস্যু বাহিনীর অপর চার সহযোগী সুন্দরবনের গহিনে পালিয়ে যায়। আটক মাহাবুব খুলনার কয়রার চোরামুখা গ্রামের জাবেদ আলী শেখের ছেলে। মাহাবুব নিজের নামে বাহিনী গড়ে তুলে দস্যুতা চালিয়ে আসছিল।মন্তব্য