kalerkantho

দেয়াল পত্রিকা

বিশেষ প্রতিনিধি, যশোর   

৭ মার্চ, ২০১৭ ০০:০০‘বাংলা আমার মাতৃভাষা/ কান্না হাসি মনের আশা/ মজুর শ্রমিক মাঝি চাষা/ আমার প্রাণের বাংলা ভাষা।’ আকিজ কলেজিয়েট স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী নেহা তার মাতৃভাষা কবিতাটি ‘ফাগুনের পদাবলী’ দেয়াল পত্রিকায় এভাবেই উপস্থাপন করেছে। যশোরে প্রথমবারের মতো অনুষ্ঠিত দেয়াল পত্রিকা উৎসবে বাংলা সাহিত্যের সেকালের রূপ খুঁজে পাওয়া গেছে। জাগরণী চক্র ফাউন্ডেশন ব্যাতিক্রমধর্মী এ উৎসবের আয়োজন করে। সোমবার যশোর প্রেস ক্লাব মিলনায়তনে নানা ধরনের অলংকার শোভিত দেয়াল পত্রিকাগুলো দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। আর হারিয়ে যাওয়া সেই কৌতুক, মনিষীদের বাণী, মনিষীদের জীবনী ছাড়াও ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ নিয়ে লেখা ছড়া-কবিতা দেয়াল পত্রিকাগুলোকে সমৃদ্ধ করেছে। উৎসবে নতুন খয়েরতলা মাধ্যমিক বিদ্যালয়ের ‘প্রয়াস’, সম্মিলনী ইনস্টিটিউটের ‘সম্মিলনী’, আদর্শ বহুমুখী বালিকা বিদ্যালয়ের ‘আদর্শ বার্তা’, যশোর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ‘উেস ফেরা’, আকিজ কলেজিয়েট স্কুলের ‘ফাগুনের পদাবলী’, ইসলামিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ‘দুর্বার’, যশোর জিল স্কুলের ‘অরুণোদয়’, মুসলিম একাডেমির ‘আলোর মিছিল’ দেয়াল পত্রিকায় ছোট ছোট ছেলে-মেয়েদের মেধা আর সৃজনশীলতার ছোঁয়া ছিল লক্ষণীয়।মন্তব্য