kalerkantho


আড়াইহাজারে মাছ চোরদের হামলায় ১০ জন আহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি   

৬ মার্চ, ২০১৭ ০০:০০নারায়ণগঞ্জের আড়াইহাজারে শ্মশানের পুকুর থেকে মাছ চুরির ঘটনা বলে দেওয়ায় কুপিয়ে ১০ জনকে জখম করা হয়েছে। গতকাল রবিবার ভোরে এ ঘটনা ঘটে।

গ্রামবাসী সূত্রে জানা গেছে, আড়াইহাজার পৌরসভার কৈয়াবিল মহাশ্মশানের পুকুরে মাছ চাষ করছিল হিন্দু সম্প্রদায়ের লোকজন। সেখান থেকে প্রায়ই মাছ চুরি হতো। গতকাল ভোরে শিবপুর এলাকার কয়েকজন জাল দিয়ে মাছ ধরে নিয়ে যাওয়ার সময় তা একই গ্রামের মোসলেম উদ্দিনসহ কয়েকজন দেখে বিষয়টি হিন্দু সম্প্রদায়ের লোকজনকে জানায়। তাতে ক্ষুব্ধ হয় মাছ চুরির সঙ্গে জড়িতরা। পরে তাদের হামলায় এলাকার ১০ জন জখম হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গুরুতর একজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আড়াইহাজার কৈয়াবিল মহাশ্মশানের সভাপতি নারায়ণ চন্দ্র দাস বলেন, ‘ওই ব্যক্তিরা প্রায়ই শ্মশানের পুকুর থেকে মাছ চুরি করে নিয়ে যায়।’মন্তব্য