kalerkantho


সোনাগাজীতে গৃহবধূর মৃত্যু

স্বামী-শ্বশুর গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি   

৬ মার্চ, ২০১৭ ০০:০০ফেনীর সোনাগাজীতে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যার এ ঘটনায় মামলা হলে পুলিশ গতকাল রবিবার দুপুরে নিহতের স্বামী-শ্বশুরকে আটক করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার আমিরাবাদ ইউনিয়নের আহাম্মদপুর গ্রামে গৃহবধূ আয়েশা খাতুনের (২৫) মরদেহ শনিবার সন্ধ্যায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তাঁর মা রফিকেন নেছা জানান, মেয়ের স্বামী ও তাঁর বাড়ির লোকজন কয়েক মাস ধরে নানা অজুহাতে আয়েশার ওপর নির্যাতন চালাত। শনিবার সন্ধ্যায় ওই বাড়ির লোকজন আয়েশাকে হত্যার পর মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখে। এ ব্যাপারে তিনি বাদী হয়ে গতকাল সকালে সোনাগাজী থানায় মামলা করেন। মামলায় আয়েশার স্বামী ফজলে আজিম শামীম, শ্বশুর মো. ইলিয়াছ, দেবর মইনুল ইসলাম রিফাত ও শাশুড়ি রোজিনা খাতুনকে আসামি করা হয়। পুলিশ গতকাল দুপুরে তাঁর মেয়ের স্বামী শামীম ও শ্বশুর ইলিয়াছকে গ্রেপ্তার করে। আয়েশা একই উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের রামচন্দ্রপুরের তাজুল ইসলামের মেয়ে।মন্তব্য