kalerkantho


ভোলায় চেয়ারম্যানের মুক্তি দাবি

ভোলা প্রতিনিধি   

৬ মার্চ, ২০১৭ ০০:০০ভোলার মনপুরা উপজেলার মনপুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলাউদ্দিনের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। শত শত নারী-পুরুষ ভোলা প্রেস ক্লাবের সামনে গতকাল রবিবার সকাল সাড়ে ১০টায় এ কর্মসূচি পালন করে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির আশঙ্কায় এ সময় বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন ছিল।

মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তৃতা দেন মনপুরা ইউপির সংরক্ষিত সদস্য ফরিদা বেগম, আব্দুল গনি, রত্না, আমিন খলিফা, সেলিম হাজারী ও শেফালী রানী মজুমদার প্রমুখ। বক্তারা অবিলম্বে ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিনের নিঃশর্ত মুক্তির দাবি করেন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ভোলা শহরের স্টেডিয়াম সড়ক থেকে ইউপি চেয়ারম্যান আলাউদ্দিনকে গ্রেপ্তার করে ভোলার আদালতে পাঠায় পুলিশ।মন্তব্য