kalerkantho


ভোলায় তিন মুক্তিযোদ্ধা হত্যার বিচার দাবি, ক্ষোভ

ভোলা প্রতিনিধি   

৪ মার্চ, ২০১৭ ০০:০০৪৬ বছরেও ভোলায় তিন মুক্তিযোদ্ধা হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় ক্ষোভ জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরামের (এইচআরডিএফ) জেলা শাখার নেতারা। গতকাল শুক্রবার সকালে সংগঠনের মাসিক সাধারণ সভায় এ ক্ষোভ জানান তাঁরা। এ সময় সংগঠনের সভাপতি মোবাশ্বির উল্যাহ চৌধুরী বলেন, স্বাধীনতার পর মুক্তিযোদ্ধা জুলফিকার আহমেদ জুলু, সাইফুল্লাহ ও সালেহ আহমদকে জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা। অথচ ৪৬ বছরেও আলোচিত এ হত্যাকাণ্ডের কোনো বিচার হয়নি। অবিলম্বে ঘটনাটির বিচার দাবি করেন তিনি। পরে সভায় দুস্থ ও অসহায় মুক্তিযোদ্ধাদের পরিবর্তে ধনী মুক্তিযোদ্ধাদের নামে সরকারি ঘর বরাদ্দ বাতিল করার দাবি জানানো হয়। যেসব ধনী মুক্তিযোদ্ধা ঘর তুলেছেন তাঁদের কাছ থেকে টাকা ফেরত নিতে সরকারের কাছে জোর দাবি জানান সংগঠনের নেতারা। পাশাপাশি এ দুর্নীতির সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে আগামী ৯ মার্চ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয় সভায়। এ ছাড়া জেলার কৃতী সন্তান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত মাওলানা মাকসুদুর রহমানের স্মরণে আগামী ১৮ মার্চ সকালে ভোলা প্রেস ক্লাবে সভা করারও সিদ্ধান্ত নেওয়া হয়।মন্তব্য