kalerkantho


আশুলিয়ায় আগুন শ্রমিকদের ১০ কক্ষ পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা)   

৩ মার্চ, ২০১৭ ০০:০০আশুলিয়ার কাইচাবাড়ী এলাকায় শ্রমিকদের একটি মেসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আধাপাকা ১০টি কক্ষসহ সব মালপত্র পুড়ে গেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। গতকাল বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে কাইচাবাড়ীর লোকমান হোসেনের শ্রমিক মেসে এ আগুন লাগে।

ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ডিইপিজেড) ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ জানান, শ্রমিক বসবাসকারী ওই মেসের একটি কক্ষে হঠাৎ আগুন দেখতে পায় স্থানীয়রা। পরে আগুন মুহূর্তের মধ্যে পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে আগুন নেভানোর কাজে যুক্ত হয়। পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

 মন্তব্য