kalerkantho


না. গঞ্জে বিএনপির কর্মসূচিতে বাধা

নারায়ণগঞ্জ প্রতিনিধি   

৩ মার্চ, ২০১৭ ০০:০০গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে গতকাল সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মহানগর বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচি পালিত হয়। এর আগে কর্মসূচির জন্য মাইক লাগাতে গেলে পুলিশ বাধা দেয়। মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন সাধারণ সম্পাদক এ টি এম কামাল, সহসভাপতি সাখাওয়াত হোসেন খান, জাকির হোসেন, সরকার হুমায়ূন কবির, সহসাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, জেলা শ্রমিক দলের নেতা নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকরাম প্রধান, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা, মাকিদ মোস্তাকিম শিপলু, কাউন্সিলর আয়েশা আক্তার দিনা, মহিলা দলের সভাপতি রাশিদা জামাল প্রমুখ। উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহসভাপতি আতাউর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক আবদুস সবুর খান সেন্টু, ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকু, মনিরুল ইসলাম সজল, শাহেদ আহম্মেদ, মাহাবুবউল্লাহ তপন, মনিরুজ্জামান মনির, হান্নান সরকার, আলআমিন, কাজী ইফতেখার কায়েস রোমেল, মনির খান, আবুল দেওয়ান, ফারুক হোসেন, অহিদুল ইসলাম ছক্কু, মোহাম্মদ হোসেন কাজল, মহিউদ্দিন শিশির, আনোয়ার প্রধান, আয়েশা সাত্তার, সাজেদা খাতুন মিতা, মাহবুব হাসান জুলহাস,  আজগর হোসেন, মনির মল্লিক প্রমুখ।মন্তব্য