kalerkantho

১ম ক লা ম

ছড়া উৎসব

কিশোরগঞ্জ প্রতিনিধি   

৩ মার্চ, ২০১৭ ০০:০০‘ছড়ায় ছড়ায় গড়বো দেশ, সমৃদ্ধ এক বাংলাদেশ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে শুরু হয়েছে ১৩তম ছড়া উৎসব ও লোকজ মেলা। গতকাল বৃহস্পতিবার সকালে শহরের সমবায় কমিউনিটি সেন্টারে তিন দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন শিশুসাহিত্যিক ও সাংবাদিক রফিকুল ইসলাম দাদু ভাই। এর আগে উৎসব উপলক্ষে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে শিশু-কিশোর, লেখক ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। পরে উৎসব পরিচালনা পর্ষদের সভাপতি আহমেদ উল্লাহর সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার আক্তার জামিল। কিশোরগঞ্জ ছড়া উৎসব পরিচালনা পর্ষদ ও জেগে ওঠো নরসুন্দা যৌথভাবে এ ছড়া উৎসব আয়োজন করেছে। আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এ উৎসবে মুক্ত আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আবৃত্তি, স্থানীয় লেখকদের প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন, সম্মাননা প্রদান, পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি থাকছে। উৎসবে ভারতসহ জাতীয় পর্যায়ের বেশ কয়েকজন লেখক যোগ দিয়েছেন।মন্তব্য