kalerkantho

তদন্ত দাবি

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

৩ মার্চ, ২০১৭ ০০:০০ফরিদপুরে শ্বশুরবাড়িতে সাজিয়া আফরিন রোদেলার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। রোদেলা একই কলেজের ইংরেজি (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। গতকাল বৃহস্পতিবার সকালে কলেজের সামনের অম্বিকা রোডে অনুষ্ঠিত মানববন্ধন থেকে দাবিটি জানানো হয়। এ সময় বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ তাবিদ জাহিদুল ইসলাম, অধ্যাপক হাসিনা বানু, তালুকদার আনিসুল ইসলাম, রোদেলার মা রোমানা খানম। শেষে কয়েক শ শিক্ষার্থী মিছিল নিয়ে জেলা প্রশাসক সালমা তানজিয়া ও পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহার কাছে গিয়ে স্মারকলিপি পেশ করে। দুজনই শিক্ষার্থীদের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দেন।মন্তব্য