kalerkantho

১ম ক লা ম

জাতীয় সংগীত

পিরোজপুর প্রতিনিধি   

৩ মার্চ, ২০১৭ ০০:০০পিরোজপুরের স্বরূপকাঠিতে সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন, পতাকা শোভাযাত্রা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। মহান স্বাধীনতার মাস ও জাতীয় পতাকা দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘চেতনা পরিষদ’-এর উপজেলা শাখা গতকাল বৃহস্পতিবার ফজিলা রহমান মহিলা কলেজ মাঠে এ কর্মসূচির আয়োজন করে। এ সময় শুদ্ধ বাংলা ও বাঙালির সংস্কৃতি চর্চা ও ধূমপান-মাদকমুক্ত পরিচ্ছন বাংলাদেশ গড়ার শপথ নেয় শিক্ষার্থীরা। পরে পতাকা শোভাযাত্রা বের হয়। এর আগে বক্তব্য দেন মো. মোয়াজ্জেম হোসেন, মো. বেলায়েত হোসেন, মো. জাহিদ হোসেন শহিদ, মো. জাহিদুল ইসলাম প্রমুখ।মন্তব্য