kalerkantho


চৌদ্দ দিনের বাছুরকে ছয় কোপ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি   

৩ মার্চ, ২০১৭ ০০:০০ময়মনসিংহের নান্দাইল উপজেলার ধুরুয়া গ্রামে গতকাল বৃহস্পতিবার দুপুরে ১৪ দিন বয়সের একটি বাছুরকে উপর্যুপরি কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষ।

স্থানীয় সূত্র জানায়, কৃষক আহম্মদ আলী ফকিরের (৬৫) সঙ্গে প্রতিবেশী আতিক মিয়ার (৪৫) ঘরের চালে ঢিল মারা নিয়ে বিরোধ বাঁধে। এ ঘটনায় আহম্মদ আলীর ভাগিনা হাফিজ উদ্দিন এলাকার মাতব্বরদের কাছে বিচার চান। এতে ক্ষিপ্ত হয় আতিক মিয়ার পরিবারের আব্দুল মতিন (৩০) ও আজিজুল ইসলাম (১৮)। এ নিয়ে মতিন ও আজিজুল দা-লাঠি নিয়ে হামলার চেষ্টা চালায়। এলাকাবাসীর হস্তক্ষেপে তা পারেনি। কিছুক্ষণ পর আজিজুল একটি ধারালো দা নিয়ে বাড়ির সামনে থাকা একটি বাছুর কোপাতে থাকে। বাছুরটিকে উদ্ধার করে নান্দাইল প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ছয়টি ক্ষতে ১৪টি সেলাই দেওয়া হয়।মন্তব্য