kalerkantho

সভা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি   

২ মার্চ, ২০১৭ ০০:০০গাজীপুরে টঙ্গীতে প্রসবপরবর্তী সেবা জোরদার করার বিষয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সিসিএসডির উদ্যোগে গতকাল বুধবার দুপুরে এরশাদনগর টিডিপি কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. কে সি মতিউল আলম। এ সময় তিনি প্রসবপরবর্তী সেবা এবং দেশে প্রচলিত দীর্ঘ ও স্বল্পমেয়াদি জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির উপকারী দিকগুলো তুলে ধরেন। টঙ্গী থানা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেগম নূরে জান্নাতের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য দেন এরশাদনগর টিডিপির পরিচালক মো. মুখলেছুর রহমান ভূঁইয়া, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আজিজুল হক, কানিজ ফাতেমা প্রমুখ। এ সময় সাংবাদিক, ইমাম, শিক্ষক, ফার্মাসিস্ট, এনজেন্ডারহেলথ প্রতিনিধি, এফপিআই, এফডাব্লিউভি ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিদর্শকরা উপস্থিত ছিলেন।মন্তব্য