kalerkantho

নারীর লাশ

নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা)   

২ মার্চ, ২০১৭ ০০:০০সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে গতকাল বুধবার সকালে আনোয়ারা বেগমের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আনোয়ারার বাড়ি আশুলিয়া থানার দোসাইদের পূর্ব সদরপুর এলাকায়। তিনি ভ্যানচালক আব্দুল হামিদের স্ত্রী। হামিদ বলেন, গতকাল সকালে তাঁর স্ত্রী আশুলিয়ার জামগড়া এলাকায় ব্যাংকে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরে অজ্ঞাতপরিচয় কয়েকজন আনোয়ারাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালটিতে ভর্তি করে পালিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরে সাভার মডেল থানায় খবর দিলে পুলিশ হাসপাতাল থেকে লাশটি উদ্ধার করে।

 মন্তব্য