kalerkantho

গ্রেপ্তার দাবি

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

২ মার্চ, ২০১৭ ০০:০০ফরিদপুরে নববধূ সাদিয়া আফরিন রোদেলাকে হত্যার প্রতিবাদে বিভিন্ন সংগঠনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তারা অবিলম্বে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তাঁরা। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ফরিদপুর প্রেস ক্লাবের সামনের মুজিব সড়কে অনুষ্ঠিত মানববন্ধনটিতে কয়েক শ নারী-পুরুষ অংশ নেয়। বক্তব্য দেন জেলা পরিষদের সদস্য ঝর্ণা হাসান, নাসির খান দুলাল, আসমা আক্তার মুক্তা, আজম খান, শিপ্রা গোস্বামী, আজমল হোসেন খান ওরফে ছোট আজম, বেগম হীরন নাহার বেগম, বিলকিস ইসলাম, সুচিত্রা সিকদার, রোদেলার মা রোমানা খানম প্রমুখ। প্রসঙ্গত, যৌতুকের জন্য গত সোমবার রাতে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন রোদেলাকে হত্যা করে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ রোদেলার ননদ সুমি আক্তার ও জা রেখা পারভীনকে আটক করেছে।মন্তব্য