kalerkantho

গণশুনানি

কুড়িগ্রাম প্রতিনিধি   

২ মার্চ, ২০১৭ ০০:০০কুড়িগ্রামের নাগেশ্বরীতে গতকাল বুধবার দুপুরে দুর্নীতি বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বিশ্বব্যাংক যৌথভাবে উপজেলা চত্বরে এ শুনানির আয়োজন করে। তিন ঘণ্টার এ শুনানিতে উপজেলার ১০টি দপ্তরের বিভিন্ন অনিয়ম-দুর্নীতি নিয়ে অভিযোগ করেন বিভিন্ন এলাকার বাসিন্দারা। এ সময় উপস্থিত ছিলেন নাসিরউদ্দীন আহমেদ, মনিরুজ্জামান, খান মো. নুরুল আমিন, আব্দুল আজিজ ভূঁইয়া, আবু হায়াত মো. রহমতুল্লাহ, মোজাহার আলী সরকার, আবুল কাশেম, আবু বকর সরকার, আব্দুল হাকিম প্রমুখ। এর আগে সকালে শোভাযাত্রা বের হয়ে কুড়িগ্রাম-নাগেশ্বরী আঞ্চলিক সড়কের নাগেশ্বরী বাসস্ট্যান্ডে গিয়ে মানববন্ধনে মিলিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক মানুষ অংশ নেয়।মন্তব্য