kalerkantho

নাট্যমেলা

মুন্সীগঞ্জ প্রতিনিধি   

১ মার্চ, ২০১৭ ০০:০০মুন্সীগঞ্জের লৌহজং কলেজ মাঠে আজ বুধবার থেকে সাত দিনের ‘মুক্তিযুদ্ধের নাট্যমেলা’ শুরু হচ্ছে। স্থানীয় সংসদ সদস্য ও সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি আজ সন্ধ্যায় এ মেলার উদ্বোধন করবেন। ‘মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত হোক প্রিয় প্রজন্ম’—এ স্লোগানে উপজেলা আওয়ামী লীগ মেলাটির আয়োজন করেছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে দলটির কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল রশিদ সিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন, নাট্যকার পিয়ার মোহাম্মদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক রাজীব প্রমুখ।মন্তব্য