kalerkantho

১ম ► ক লা ম

কারাদণ্ড

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি   

১ মার্চ, ২০১৭ ০০:০০নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক বিক্রেতা রবিন মিয়াকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত রবিন চনপাড়া এলাকার আব্দুল মজিদের (মৃত) ছেলে। এ ব্যাপারে রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সবজেল জানান, রবিন মিয়া দীর্ঘদিন ধরে চনপাড়াসহ বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে আসছিল। গতকাল দুপুরে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় আদালত তাকে কারাদণ্ড দেন।মন্তব্য