kalerkantho

সুকান্ত মেলা

গোপালগঞ্জ প্রতিনিধি   

১ মার্চ, ২০১৭ ০০:০০সুকান্ত মেলা

গোপালগঞ্জের কোটালীপাড়ায় আজ বুধবার থেকে চার দিনের কবি সুকান্ত মেলা শুরু হচ্ছে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও মেলা উদ্যাপন কমিটি উপজেলার উনশিয়া গ্রামে কবির পৈতৃক ভিটায় এ মেলার আয়োজন করেছে। এ উপলক্ষে ইতিমধ্যে সব প্রস্তুতি নেওয়া শেষ হয়েছে। নতুন করে সাজানো হয়েছে কবির বাড়ি ও আশপাশের এলাকা। উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাড়িটি সার্বক্ষণিকভাবে মনিটরিং করছে। মেলাকে ঘিরে উপজেলায় বইছে উৎসবের আমেজ। প্রসঙ্গত, ১৯২৬ সালের ১৫ আগস্ট কলকাতায় মামাবাড়িতে জন্ম নেন কবি সুকান্ত ভট্টাচার্য। তাঁর উল্লেখযোগ্য রচনাবলির মধ্যে রয়েছে ‘ছাড়পত্র’, ‘ঘুম নেই’, ‘পূর্বাভাস’, ‘অভিযান’ ও ‘হরতাল’। ১৯৪৭ সালের ১৩ মে মাত্র ২১ বছর বয়সে মারা যান কবি।মন্তব্য