kalerkantho

মাদকমুক্ত

বাগেরহাট প্রতিনিধি   

১ মার্চ, ২০১৭ ০০:০০বাগেরহাটের ২০টি ইউনিয়নকে মাদকমুক্ত ঘোষণা করা হয়েছে। ইউনিয়নগুলো হলো গোটাপাড়া, বিষ্ণুপুর, বেতাগা, শুভদিয়া, কোদালিয়া, আটজুড়ি, কুলিয়া, চারবানিয়ারী, শিবপুর, মঘিয়া, ধোপাখালী, জিউধরা, নিশানবাড়িয়া, রামচন্দ্রপুর, খোন্তাকাটা, ঘোষপাতিয়া, মল্লিকেরবের, চাঁদপাই, মিঠাখালী ও সুন্দরবন। মাদকদ্রব্য ও জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদবিরোধী সভায় এ ঘোষণা দেন পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনির-উজ-জামান। জেলা পুলিশের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার সকালে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে সভাটি অনুষ্ঠিত হয়। জেলার এসপি পংকজ চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডিআইজি মনির-উজ-জামান ছাড়াও বক্তব্য দেন জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি একরামুল হাবীব, জেলা পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক শাহ আলম টুকু প্রমুখ। এ সময় জেলার বিভিন্ন উপজেলার চেয়ারম্যান, মাদকমুক্ত ঘোষিত ইউনিয়নগুলোর চেয়ারম্যানরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ উপস্থিত ছিল। এর আগে সেখান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক ঘুরে সভায় গিয়ে মিলিত হয়।মন্তব্য