kalerkantho


পটকা মাছ খেয়ে তিন জেলে অসুস্থ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি   

১ মার্চ, ২০১৭ ০০:০০কলাপাড়ায় পটকা মাছ খেয়ে তিন জেলে অসুস্থ হয়ে পড়েছেন। জেলেরা হলেন প্রভাষ মণ্ডল, রাম দাস সরকার ও প্রকাশ মণ্ডল। মঙ্গলবার সকালে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রান্তের বাড়ি সাতক্ষীরার আশছলীর শউলা ইউনিয়নের মারিয়ালা গ্রামে। কলাপাড়া ও রাঙ্গাবালীর বিভিন্ন নদনদীতে তাঁরা মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। সোমবার দুপুরে রাম দাস সরকার কয়েকটি পটকা মাছ রান্না করেন। ওই মাছ খাওয়ার তাঁদের তিনজনের মাথা ঝিম ঝিম, শরীর ব্যথা এবং বমিভাব অনুভব হয়। পরে মঙ্গলবার সকালে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে আবাসিক মেডিক্যাল অফিসার জে এইচ খান লেলিন জানান, পটকা মাছ খেয়ে তিন জেলে অসুস্থ হয়ে সকালে কলাপাড়া হাসাপাতালে ভর্তি হয়। বর্তমানে তাঁরা শঙ্কামুক্ত।মন্তব্য