kalerkantho

শিক্ষা সফর

বিশেষ প্রতিনিধি, যশোর   

২৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ভারতে শিক্ষা সফর শেষে যশোরে ফিরেছে ১৭ জন শিক্ষার্থী। তাদের সঙ্গে ছিল ভারতীয় শিক্ষার্থীদের দেওয়া উপহার বিদ্যার দেবী সরস্বতী। দেশে ফেরার পর গত রবিবার রাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সংবর্ধনা দেওয়া হয়। জানা যায়, যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীরের ব্যক্তিগত উদ্যোগে ‘স্টুডেন্ট অব দ্য মান্থ’ কর্মসূচির আওতায় জেলার বিভিন্ন স্কুলে লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা শেষে জিলা স্কুল, সরকারি বালিকা বিদ্যালয় ও কালেক্টরেট স্কুলের ৯ জন ছাত্র ও আটজন ছাত্রী ভারত সফরের জন্য মনোনীত হয়।

তাদের সঙ্গে সাতজন শিক্ষক ছিলেন।মন্তব্য