kalerkantho

১ম ক লা ম

ভাষা অভিযাত্রা

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

২৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০সর্বস্তরে বাংলা ভাষা চালুসহ আট দফা দাবিতে ফরিদপুরে ‘ভাষা অভিযাত্রা’ কর্মসূচি পালন করেছে উদীচী শিল্পী গোষ্ঠীর জেলা সংসদ। এ উপলক্ষে গতকাল সোমবার সকালে শহরের ঝিলটুলী এলাকার অম্বিকা ময়দানের কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা করতে সর্বস্তরে শুদ্ধভাবে বাংলা ভাষা ব্যবহার সুনিশ্চিত করা দরকার। সব জাতি-গোষ্ঠীর মাতৃভাষার অধিকার সুরক্ষারও দাবি জানান তাঁরা। সমাবেশে বক্তব্য দেন সংগঠনের জেলা সংসদের সভাপতি আব্দুল মোতালেব, রফিকুজ্জামান লায়েক প্রমুখ। পরে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে করা হয় সংক্ষিপ্ত মানববন্ধন। পরে আরেকটি মিছিল বের হয়ে স্বাধীনতা চত্বরে গিয়ে

শেষ হয়।মন্তব্য