kalerkantho


না.গঞ্জে বিএনপির পদ ছাড়লেন তৈমূরের ভাই

নারায়ণগঞ্জ প্রতিনিধি   

২৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০সদ্য ঘোষিত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক থেকে পদ ছেড়েছেন মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, যিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর, মহানগর যুবদলের আহ্বায়ক এবং খালেদা জিয়ার উপদেষ্টা তৈমূর আলম খন্দকারের ছোট ভাই। শনিবার বিএনপি চেয়ারপারসনের কাছে তিনি অব্যাহতিপত্র পাঠিয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে খোরশেদ বলেন, ‘এক নেতার এক পদ রীতি অনুসরণ ও কমিটি গঠনে রাজপথের নেতাকর্মীদের অবমূল্যায়নের কারণে আমি মহানগর বিএনপির যুগ্ম সম্পাদকের পদ ত্যাগ করছি। আমাদের বাদ দিলে দল যদি আরো গতিশীল ও শক্তিশালী হয়, তবে আমি যুবদলের পদ থেকেও অব্যাহতি দিতে প্রস্তুত আছি।’

উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি সাবেক সংসদ সদস্য আবুল কালামকে সভাপতি ও এ টি এম কামালকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্যের মহানগর এবং কাজী মনিরুজ্জামানকে সভাপতি ও অধ্যাপক মামুন মাহমুদকে সাধারণ সম্পাদক করে ২৬ সদস্যের জেলা বিএনপির কমিটি গঠন করা হয়।মন্তব্য