kalerkantho

১ম ক লা ম

তদন্ত কমিটি

মেহেরপুর প্রতিনিধি   

২৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০মেহেরপুর সদরের হাসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরের কড়ইগাছ কাটার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শামিম সুলতানকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ২ মার্চের মধ্যে উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে উপজেলা শিক্ষা কর্মকর্তা আপিল উদ্দিন বলেন, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে। প্রসঙ্গত, গত বুধবার সকালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বানি আমিনের নির্দেশে শ্রমিকরা কড়ইগাছটি কাটা শুরু করে। সব ডালাপালা কাটা শেষে গাছের গোড়া অর্ধেক কাটার পর অজ্ঞাত ফোনে তারা গাছ কাটা বন্ধ করে দেয়। এ নিয়ে গতকাল কালের কণ্ঠ’র প্রিয় দেশ পাতায় ‘গাছ কেটে সভাপতির দায়িত্ব পালন শুরু!’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।মন্তব্য