kalerkantho


সার কারখানার ক্ষতিকর অ্যামোনিয়া গ্যাস

পলাশে ভেসে উঠল কোটি টাকার মাছ

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী   

২৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০পলাশে ভেসে উঠল কোটি টাকার মাছ

পুকুরে ভেসে ওঠা মাছ। ছবি : কালের কণ্ঠ

নরসিংদীর ঘোড়াশাল ও পলাশ ইউরিয়া সার কারখানার ক্ষতিকর অ্যামোনিয়া গ্যাস নির্গিত হয়ে খানেপুর এলাকার ১২টি পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে। মাছচাষিদের দাবি, এতে তাঁদের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।

এ ছাড়া অ্যামোনিয়া গ্যাস বাতাসে ছড়িয়ে আশপাশের গাছপালা ও ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। গত বুধবার রাত থেকে সকাল পর্যন্ত অ্যামোনিয়া গ্যাসের প্রভাব বেশি পড়ায় এ ঘটনার সৃষ্টি হয়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সার কারখানা দুটির ক্ষতিকর অ্যামোনিয়া গ্যাস ছাড়ার জন্য কারখানার উত্তর পাশে একটি লেগুন (পুকুর) রয়েছে। এই লেগুনের পাশেই খানেপুর গ্রাম। দীর্ঘদিন ধরে এই লেগুনে বিষাক্ত গ্যাস ছাড়ার ফলে এর আশপাশে থাকা গাছপালা, ফসলি জমি, মৎস্য খামার, গবাদি পশুপাখিসহ সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছে।

এ ব্যাপারে পলাশ ইউরিয়া সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক এ এন এম আবদুর রহিম বলেন, ‘এটি দুঃখজনক ঘটনা। আমরা ক্ষতিগ্রস্তদের সঙ্গে আলোচনা করেছি যাতে এর একটি স্থায়ী সমাধান করতে পারি। এ ছাড়া হঠাৎ করে গ্যাসের চাপ বাড়ার কারণ নির্ণয় করার চেষ্টা চালাচ্ছি।’মন্তব্য