kalerkantho

বর্ণমেলা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি   

২২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শত বছরের প্রাচীন বিদ্যাপিঠ শংকরবাটি পোল্লাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে বর্ণমেলা। বিদ্যালয় চত্বরে ফুল, মসুর ডাল, সিমের বিচি ও ঘরে তৈরি পিঠার মাধ্যমে বর্ণমালা লেখার প্রতিযোগিতায় অংশ নেয় বিদ্যালয়ের ৫৪ শিক্ষার্থী। ব্যতিক্রমী এই বর্ণ লেখার আয়োজনকে ঘিরে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। প্রতিযোগিতায় ফুল পিঠা দিয়ে ‘ঙ’ বর্ণ লেখা শিক্ষার্থী আকতারুন নেসা প্রথম স্থান অধিকার করে। দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করে ‘আ’ বর্ণ লেখা আসামাউল হুসানা এবং ‘ল’ বর্ণ লেখা মারুফা খাতুন। পরে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি শহীদুল হুদা অলকের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সমাজকর্মী শফিকুল আলম ভোতা।মন্তব্য