kalerkantho

শ্রদ্ধা

২২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০শ্রদ্ধা

যশোর শহরের কারবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়ে আশা। বাবা দিনমজুর। মা গেছেন মেসে রান্না করতে। এই সুযোগে ছোট বোন বর্ষাকে কোলে নিয়ে সে আসে শহীদ মিনারে। এর ওর কাছ থেকে ফুল চেয়ে নিয়ে তৈরি করে তোড়া। তা-ই অর্পণ করে শহীদ বেদিতে। এর আগে শিল্পীরা বিনা পয়সায় দুই বোনের মুখে আলপনাও এঁকে দেন। ছবিটি গতকাল সকালে যশোর এমএম কলেজের শহীদ মিনারের সামনে থেকে তোলা। ছবি : ফিরোজ গাজীমন্তব্য