kalerkantho


তিতাসে ফাল্গুন মেলা শেষ হচ্ছে আজ

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি   

২১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০কুমিল্লার তিতাসে গাজীপুর খান হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে ঐতিহ্যবাহী ফাল্গুন মেলা আজ মঙ্গলবার শেষ হচ্ছে। ৫ থেকে ৯ ফাল্গুন পর্যন্ত চলা এ মেলার সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী কুস্তি খেলা। এ ছাড়া মেলায় থাকে হরেক রকম পণ্যের পসরা, নাগরদোলা, সার্কাস ইত্যাদি, যা দেখতে আশপাশের কয়েক উপজেলার বিনোদনপ্রিয় শত শত মানুষ ভিড় জমায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতিবছর এ মেলা এলে উপজেলার প্রতিটি বাড়িতে রীতিমতো উৎসব শুরু হয়। এ মেলা উপলক্ষে দূরের স্বজনরা বেড়াতে আসে। শ্বশুরবাড়িতে জামাইকে সপরিবারে দাওয়াত দেওয়া হয়। সব মিলিয়ে তিতাসসহ আশপাশের কয়েক উপজেলার জনসাধারণের মধ্যে এক উৎসব শুরু হয়। এমনকি অনেক প্রবাসীও বছরের এ সময়টায় ছুটি নিয়ে দেশে চলে আসেন।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আক্তারুজ্জামান নিজাম চেয়ারম্যান বলেন, ‘আমি জম্মের পর থেকে দেখছি এ মেলার আনন্দ-উৎসব। মেলার আগমন ঘটলেই কয়েকটি ইউনিয়নের অর্ধশত গ্রামের বাড়িগুলোতে আত্মীয়স্বজন বেড়াতে আসে। মেয়েরা তাদের বাবার বাড়ি বেড়াতে আসে। মা-বাবার কাছে শুনে আসছি এসব কথা। এখনো সেই রেওয়াজ চালু আছে।’মন্তব্য