kalerkantho


জামালপুর-মাদারগঞ্জ সড়কে সেতু ভেঙে ট্রাক পানিতে

জামালপুর প্রতিনিধি   

২০ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ জামালপুর-মাদারগঞ্জ সড়কে সেতু ভেঙে ট্রাক পানিতে

জামালপুর-মাদারগঞ্জ সড়কের দাঁতভাঙার বেইলি সেতুটি গতকাল ট্রাকসহ ভেঙে পড়ে। ছবি : কালের কণ্ঠ

জামালপুর-মাদারগঞ্জ সড়কের মেলান্দহের দাতভাঙ্গা বেইলি সেতুটি গতকাল রবিবার দুপুরে আকস্মিক ভেঙে পড়ে। এ সময় সিমেন্টভর্তি একটি ট্রাক পানিতে পড়ে যায়। এ ঘটনার পর জামালপুর-মাদারগঞ্জ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রবিবার দুপুরে জামালপুর-মাদারগঞ্জ সড়কের মেলান্দহের দাতভাঙ্গা স্টিল সেতু দিয়ে ঢাকা থেকে মাদারগঞ্জগামী শাহ সিমেন্টভর্তি একটি ট্রাক পার হচ্ছিল। এ সময় অতিরিক্ত মালবোঝাই হওয়ায় সেতুর একাংশ ভেঙে ট্রাকসহ নিচে পড়ে যায়। ট্রাকটিতে ৩৫ টন সিমেন্ট ছিল। খবর পেয়ে সড়ক বিভাগের প্রকৌশলীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়েছে।মন্তব্য