kalerkantho


ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে ওরস শুরু

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

১৯ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ফরিদপুরের সদরপুরে বিশ্ব জাকের মঞ্জিলে চার দিনের বার্ষিক ওরস শুরু হয়েছে। গতকাল শনিবার ফজর নামাজ শেষে খাজাবাবা ফরিদপুরীর রওজা শরিফ জিয়ারতের মধ্য দিয়ে ওরস শুরু হয়। দুপুরে দেশের বিভিন্ন স্থান থেকে আশেকান, জাকেরানসহ বহু নারী-পুরুষ ওরসে অংশ নিয়ে জোহরের নামাজ আদায় করেন।

ওরসে ওয়াক্তিয়া নামাজ, নফল ইবাদত, জিকির, কোরআন তেলাওয়াতসহ ইসলামের আদর্শের ওপর আলোকপাত করে বয়ান হচ্ছে। শান্তি ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিয়ে শাহ্সুফি খাজাবাবা ফরিদপুরীর ওরস শরিফ আগামী মঙ্গলবার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।মন্তব্য