kalerkantho


বিভাগের নামকরণ

আন্দোলনে উত্তাল কুমিল্লা

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা   

১৯ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০কুমিল্লা নামেই বিভাগের দাবিতে আন্দোলন-স্লোগানে উত্তাল হয়ে উঠেছে কুমিল্লা। বিক্ষোভ অব্যাহত রেখেছে সাধারণ নাগরিকরা। দেশের বিভিন্ন প্রান্তে এমনকি প্রবাসী কুমিল্লাবাসীও এ আন্দোলনে অংশীদার হয়েছে। হাতে কুমিল্লা লিখে ছবি তুলে ফেসবুকে গণস্বাক্ষরে অংশ নিচ্ছে অনেকে। গতকাল শনিবারও মিছিল, মানববন্ধন ও সমাবেশে ব্যানার, ফেস্টুন হাতে স্লোগান দেয় আন্দোলনকারীরা। তাদের একটাই দাবি—‘কুমিল্লা নামে বিভাগ চাই’।

গত শুক্রবারের নাগরিক সমাবেশ শেষে ঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল কুমিল্লার প্রতিটি উপজেলায় মানববন্ধন করা হয়। আজ রবিবার কুমিল্লার সব স্কুল-কলেজে মানববন্ধন ও ২১ ফেব্রুয়ারি কুমিল্লার পূবালী চত্বরে সমাবেশ হবে।

গতকাল বিকেলে কুমিল্লার কান্দিরপাড়ের পূবালী চত্বরে নাগরিক সমাবেশ করে সর্বস্তরের মানুষ। তাদের ব্যানার হাতে স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে ওই এলাকা। এ ছাড়া অস্ট্রেলিয়ার সিডনি ও লন্ডনে একই দাবিতে কুমিল্লার প্রবাসীরা মানববন্ধন করে বলে খবর পাওয়া গেছে।

সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ডে ‘আলোর পথ সমাজকল্যাণ সংঘের’ উদ্যোগে মানববন্ধন হয়। বরুড়ায় মানববন্ধনে উপস্থিত ছিলেন সাংবাদিক মো. আবুল হাসেম, মো. ইউছুফ আলী, মো. ইলিয়াছ আহমদ, এমডি আজিজুর রহমান, আওয়ামী লীগ নেতা সাবেক ভিপি মো. আবদুল মান্নান, মফিজুল ইসলাম চৌধুরী, উপজেলা জাতীয় পার্টির নেতা আক্তারুজ্জামান ভূঁইয়া, ছাত্রদল নেতা শাহ মো. ইমরান হোসাইন, ব্যবসায়ী মো. সুমন চৌধুরী, মো. কামাল হোসেন, ভিপি জামাল উদ্দিন, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নেতা আওলাদ হোসেন দুলাল প্রমুখ। বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা ও শিক্ষার্থীরাও এতে অংশ নেয়। বুড়িচং প্রেস ক্লাব ও বুড়িচং উপজেলা সচেতন নাগরিক ঐক্য পরিষদের উদ্যোগে বিকেলে কুমিল্লা-মীরপুর এমএ গণি সড়কের বসুন্ধরা চত্বরে মানববন্ধন হয়েছে। বক্তব্য দেন কুমিল্লা নামের বিভাগ বাস্তবায়ন আন্দোলন বুড়িচং উপজেলা সমন্বয়কারী মো. মোসলেহ উদ্দিন, কাজী খোরশেদ আলম, শাহিদুজ্জামান রাশেদ, আক্কাস আল মাহমুদ হৃদয়, মো. জহিরুল হক বাবু প্রমুখ।

মানববন্ধনে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর  দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য দেন মামুনুর রশিদ সরকার, লিটন সরকার, কমল বক্সী, রণবীর ঘোষ কিংকর, জাকির হোসেন, সাইফুল ইসলাম, এ কে এম কামরুজ্জামান শেখ, জসিম উদ্দিন, কৃষ্ণপদ রায়, নজরুল ইসলাম, ইমতিয়াজ আহমেদ জাকির, বিল্লাল হোসেন বিশাল প্রমুখ।মন্তব্য