kalerkantho

বাউল উৎসব

মাগুরা প্রতিনিধি   

১৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০মাগুরায় কোকিল সাঁইজির ৫৪তম তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত দুই দিনের বাউল উৎসব শেষ হয়েছে গতকাল শুক্রবার। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের দরি মাগুরা এলাকার কোকিলকুঞ্জে উৎসবটি শুরু হয়। প্রতিবছর ৩ ফাল্গুন এ উৎসবের আয়োজন করা হয়। এবারের উৎসবে অধীর কুমার গোস্বামী, তপন বসু, নূর আলী বয়াতি, আলমগীর বয়াতি, আভা রানী, দিদার শাহ্, ইউনুস বয়াতি, দুলাল শাহ্ তমাল বসুসহ অর্ধশত বাউল সাধক সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানের আয়োজক তপন বসু জানান, লালন ও বাউল গানের দর্শন হচ্ছে মানবতাবাদী অসাম্প্রদায়িক চেতনার দর্শন।মন্তব্য