kalerkantho

সন্ধান মেলেনি

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি   

১৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০কেরানীগঞ্জে নৌ দুর্ঘটনার শিকার স্কুল ছাত্র স্বপ্নিল মিশ্রর (১৩) সন্ধান মেলেনি। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও হাসনাবাত নৌ পুলিশ নদীতে অভিযান অব্যাহত রেখেছে।

জানা যায়, বুধবার সন্ধ্যায় রাজধানীর পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র স্বপ্নিল মিশ্র স্কুল থেকে লালকুঠি খেয়াঘাট দিয়ে নৌকাযোগে বাড়ি ফিরছিল। মিশ্রসহ পাঁচজন যাত্রী নিয়ে নৌকাটি বুড়িগঙ্গা নদীর মাঝপথে এলে অন্য একটি লঞ্চের আঘাতে ডুবে যায়। এ সময় অন্য চারজন তীরে উঠতে পারলেও স্বপ্নিল মিশ্র নদীতে ডুবে যায়।

নিখোঁজ স্কুল ছাত্র মিশ্রর বাবা অ্যাডভোকেট অজিত কুমার মিশ্র জানান, তাঁর ছেলে ক্লাসের ফার্স্ট বয় ছিল। কিন্তু সে সাঁতার জানত না। লঞ্চের সারেংয়ের অবহেলায় তাঁর ছেলে নদীতে ডুবে মারা গেল।

হাসনাবাত নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সামসুল আলম জানান, বুধবার সন্ধ্যায় স্কুল ছাত্র স্বপ্নিল মিশ্র নিখোঁজ হওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ডুবুরি দল বুড়িগঙ্গা নদীতে খোঁজাখুঁজি শুরু করে। ওই দিন তাকে না পেয়ে পরদিন বৃহস্পতিবার সকালে আবার অভিযান চালায়। তাকে খুঁজে পাওয়ার চেষ্টা চলছে।মন্তব্য