kalerkantho

তদন্ত কমিটি

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

১৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিশেষ কোটায় ভর্তি উপকমিটির আহ্বায়ক অধ্যাপক ড. শেলীনা নাসরীনের কক্ষে ছাত্রলীগের ভাঙচুরসহ ক্যাম্পাসের বিভিন্ন চলমান কাজ বন্ধ করে দেওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত বুধবার রাতে এ তথ্য জানান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ। রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, ব্যবস্থাপনা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরফিনকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। কমিটির অন্য সদস্যরা হলেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও ফোকলোর স্টাডিস বিভাগের সভাপতি অধ্যাপক ড. সাইদুর রহমান। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।মন্তব্য