kalerkantho


শিশু ধর্ষণ ও হত্যা মামলা

ময়মনসিংহে একজনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ   

১৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০সাত বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায়ে রফিকুল ইসলাম কাজলকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন ময়মনসিংহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন এ রায় দেন। ২০১২ সালের ২৩ জুন ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে রফিকুল ইসলাম কাজল পাশের দড়ি ভাবখালী গ্রামের মো. চান মিয়ার সাত বছরের শিশু সনিয়া আক্তারকে ধর্ষণের পর হত্যা করে। পুলিশ কাজলকে আটক করলে সে পুলিশের কাছে স্বীকারোক্তি দেয়। আদালতে প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য মতে দোষী প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক আসামি রফিকুল ইসলাম কাজলকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর এবং এক লাখ টাকা জরিমানার আদেশ দেন। আদেশে আসামির স্থাবর বা অস্থাবর সম্পত্তি ক্রোক করে নিলামে বিক্রয়লব্ধ টাকা ট্রাইব্যুনালে জমা দেওয়ার জন্য ডেপুটি কালেক্টরকে নির্দেশ দিয়েছেন।মন্তব্য