kalerkantho


সড়ক দুর্ঘটনায় আ. লীগ নেতাসহ নিহত ৫

চকরিয়ায় ১৫ পরীক্ষার্থী আহত

প্রিয় দেশ ডেস্ক   

১৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ভোলার চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আওয়ামী লীগ নেতা। যশোরের মণিরামপুরে ট্রাকচালক নিহত ও হেলপার আহত হয়েছেন। অন্যদিকে কক্সবাজারের চকরিয়ায় বাস খাদে পড়ে আহত হয়েছে ১৫ দাখিল পরীক্ষার্থী।

বগুড়া : ট্রাক ও সিএনজিচালিত অটোটেম্পোর সংঘর্ষে টেম্পোর চালকসহ তিনজন নিহত ও চারজন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়া-ঢাকা মহাসড়কের শহরতলির বনানী লিচুতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো টেম্পোর চালক আবুল কালাম আজাদ এবং যাত্রী শরিফুন্নেছা ও সাইফুল ইসলাম। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চরফ্যাশন (ভোলা) : সড়ক দুর্ঘটনায় চরফ্যাশন উপজেলার আসলামপুর ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাহাম্মদ উল্যাহ নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার সড়ক ভবন মোড়ে এ দুর্ঘটনা ঘটে। মাহাম্মদ উল্যাহর মৃত্যুতে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখনসহ দলের নেতাকর্মীরা শোক জানিয়েছেন।

চকরিয়া (কক্সবাজার) : চকরিয়া উপজেলায় দাখিল পরীক্ষার্থীদের বহনকারী বাস খাদে পড়ে ১৫ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে চকরিয়া-বদরখালী-মহেশখালী সড়কের উপজেলার ইলিশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলো আয়েশা ছিদ্দিকা, মো. রিজভী, শাহিনা আক্তার, শারমিন আক্তার, সাকিব, আরিফুল ইসলাম, হেলাল উদ্দিন, রায়হান, মাহমুদুল করিম, আলী আজগর, খতিজা খাতুন, মোস্তফা জন্নাত, মনিরা বেগম, খাদিজা আক্তার, নাঈমা সুলতানা। তাদের মধ্যে আয়েশার বাঁ হাত ভেঙে গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিত্সা শেষে তারা পরীক্ষা দিতে কেন্দ্রে চলে যায়। চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামরুল আজম জানান, বাসটিতে ঢেমুশিয়া মোহছেনিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার ৫৪ জন পরীক্ষার্থী ছিল। তারা সাহারবিল আনোয়ারুল উলুম মাদরাসা কেন্দ্রে পরীক্ষা দিতে যাচ্ছিল। তাদের সবার বাড়ি আম্মারডেরাসহ আশপাশের এলাকায়।

মণিরামপুর (যশোর) : বালুভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই চালক রেজাউল ইসলাম নিহত হন। এ ঘটনায় আহত হন হেলপার আল-আমিন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার যশোর-সাতক্ষীরা মহাসড়কের খইতলা মোড়ে।মন্তব্য