kalerkantho

বাসচাপা

মুন্সীগঞ্জ প্রতিনিধি   

১৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী মাছ ব্যবসায়ী দুলাল বর্মণ নিহত হয়েছেন। গতকাল বুধবার সকালে উপজেলার নূর পুকুরপার এলাকায় ইউরোপা কোল্ড স্টোরেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। ব্যবসায়ীর বাবা নারদ বর্মণ জানান, ঘটনার সময় বাগিয়া বাজার থেকে অটোরিকশাটিতে করে দিঘিরপাড় এলাকায় মাছ কিনতে যাচ্ছিলেন তাঁর ছেলে। টঙ্গিবাড়ী থানার ওসি আলমগীর হোসাইন জানান, ব্যবসায়ীর লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে ঘাতক বাসটি জব্দ করা যায়নি।মন্তব্য