kalerkantho

কর্মশালা

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি   

১৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘সেলফ অ্যাসেসমেন্ট প্রসেস’ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক প্রফেসর ড. রশিদুন্ নবীর সভাপতিত্ব উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপাচার্য ড. মোহীত উল আলম, কোষাধ্যক্ষ প্রফেসর এ এম এম শামসুর রহমান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সায়েদুর রহমান ও অতিরিক্ত পরিচালক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) হায়ার এডুকেশন কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্টের (হেকেপ) আওতায় বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি কর্মশালাটির আয়োজন করে। এতে আইকিউএসি গবেষণারত শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।মন্তব্য