kalerkantho

৫ আসামি জেলে

মুন্সীগঞ্জ প্রতিনিধি   

১৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০মুন্সীগঞ্জের গজারিয়ায় মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বীরপ্রতীকের ওপর হামলার মামলায় পাঁচ আসামির জামিন নামঞ্জুর করে তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। জানা যায়, আসামি জি এম শহীদুল্লাহ, জি এম মোস্তফা, মোহাম্মদ সেতু, মো. সজীব ও রেদোয়ান উচ্চ আদালতের জামিনে ছিলেন। গতকাল মঙ্গলবার দুপুরে তাঁরা নিম্ন আদালতে হাজির হয়ে জামিন চাইলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়শা আক্তার সুমি তা নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে পুলিশ আসামিদের পাঁচ দিনের রিমান্ড চাইলে আদালত সেটিও নামঞ্জুর করেন।মন্তব্য