kalerkantho

ওরস

শেরপুর প্রতিনিধি   

১৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০‘শেরপুর’ নামকরণের পথিকৃৎ মহান সাধক শেরআলী গাজীর (রহ.) মাজারে পাঁচ দিনের বার্ষিক ওরস মাহফিল শুরু হয়েছে। এ উপলক্ষে সদর উপজেলার গাজীর ভিটায় মাজারে শত শত ভক্ত-আশেকানের আগমন ঘটেছে। গত সোমবার রাতে ওরসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। তিনি সামাজিক ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কাজ থেকে বিরত থাকার জন্য সবার প্রতি আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. রফিকুল হাসান গণি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ টি এম জিয়াউল ইসলাম, মো. ছানুয়ার হোসেন ছানু, মুকতাদিরুল মামুন। ওরস উপলক্ষে শিরনি মানতের পাশাপাশি চলছে বাউল ও ভক্তিমূলক গানের আসর। বসেছে আসবাবের মেলা।মন্তব্য