kalerkantho

ধর্মঘট

পটুয়াখালী প্রতিনিধি   

১৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কে অবৈধ মাহেন্দ্র, ইজি বাইক ও ভাড়ায়চালিত  মোটরসাইকেল বন্ধের দাবি জানিয়েছে বরিশাল, পটুয়াখালী ও বরগুনার বাস মালিক এবং শ্রমিক সমন্বয় পরিষদ। অন্যথায় আগামীকাল বৃহস্পতিবার থেকে উল্লিখিত রুটে অনির্দিষ্টকালের ধর্মঘট পালনের ঘোষণা দেয় তারা। গত সোমবার রাতে পটুয়াখালী প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বরিশাল-পটুয়াখালী বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাহী সভাপতি নজরুল ইসলাম খোকন এ ঘোষণা দেন। এ সময় মো. রিয়াজ উদ্দিন, গোলাম মাওলা দুলু মৃধা, মো. গোলাম মোস্তফা কিসলুসহ জেলা তিনটির মালিক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। মন্তব্য