kalerkantho


ইসলামী বিশ্ববিদ্যালয়

শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

১৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০বিভাগের নাম পরিবর্তনের দাবিতে আন্দোলন করছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-ফিকহ বিভাগের শিক্ষার্থীরা। সোমবার দুপুরে বিভাগের সামনে অবস্থান ধর্মঘট পালন করে তারা। এদিন টানা তৃতীয় দিনের মতো শিক্ষার্থীরা অবস্থান ধর্মঘট পালন করে।

এদিকে শিক্ষার্থীদের দাবি আমলে নিয়ে দুপুরে সভাপতির কক্ষে একাডেমিক কমিটির সভা করেন বিভাগের শিক্ষকরা। সভা চলাকালে শিক্ষার্থীরা বিভাগীয় সভাপতির কক্ষের সামনে অবস্থান ধর্মঘট পালন করে। একাডেমিক কমিটির সভা থেকে বিভাগের নাম পরিবর্তনের বিষয়ে সন্তোষজনক কোনো সিদ্ধান্ত না এলে আরো কঠোর আন্দোলনে যাবে বলে জানায় শিক্ষার্থীরা।

আল-ফিকহ বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ড. নুরুল ইসলাম বলেন ‘বিভাগের একাডেমিক কমিটির সভায় নাম পরিবর্তনের বিষয়ে আলোচনা হয়েছে। বিষয়টি এখন প্রক্রিয়াধীন।’মন্তব্য